বিশ্বকাপের পর ফের এক টিমে মেসি মার্টিনেজরা। মার্চেই জোড়া ম্যাচ খেলতে নামছে টিম আর্জেন্টিনা। ২৩ মার্চ পানামার বিরুদ্ধে এবং ২৮ মার্চ কুরাকাওয়ারের বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বকাপজয়ীরা। ইতিমধ্যেই দুই ম্যাচের জন্য ৩৫ জনের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
৩৫ জন খেলোয়াড়ের তালিকায় মেসি থাকছেন কিনা, তা নিয়ে আর্জেন্টিনা তো বটেই মেসি ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল তুঙ্গে। ওই ৩৫ জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন লিওনেল মেসিও। আর্জেন্টিনার ফুটবল সংস্থা সূত্রে খবর, সব ঠিক থাকলে দু’টি ম্যাচেই অধিনায়কত্ব করবেন এলএম-১০। যার জেরে সৌজন্য মূলক ম্যাচ হলেও দুটি ম্যাচকে নিয়েই উত্তেজিত মেসি ভক্তরা।
আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বকাপজয়ী দলের সব সদস্যরাই দুটি ম্যাচে থাকছেন। এছাড়াও ৮ জন নতুন খেলোয়াড়কে দলে জায়গা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ফের একবার মেসি-মার্টিনেজদের এক দলে দেখতে মুখিয়ে ফুটবল প্রেমীরা।
Comments are closed.