পরিসংখ্যান বলছে ‘এই’ জার্সি পরলেই ফাইনালে হারতে হয়েছে, রবিবার তাই ‘হোম’ জার্সিতে মাঠে নামছে আর্জেন্টিনা
প্রতি বিশ্বকাপই তাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু কাতার বিশ্বকাপ যেন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাই কোনও মতেই ট্রফি হাত ছাড়া করতে রাজি নয় নীল সাদা ব্রিগেড। দলের সকলেই এক বাক্যে জানিয়েছে, দেশ তো বটেই এই বিশ্বকাপ তারা মেসির জন্যও জিততে চায়। খেতাব জয়ের সব বাধাই পেরিয়ে এসেছে। সামনে আর একটি ৯০ মিনিট। প্রতিপক্ষ গতবারের বিশ্বকাপ জয়ী এবং এবারেও দুর্ধর্ষ ফর্মে থাকা ফ্রান্স। গতবার ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবারে তার জবাবও দিতে চাইছে তারা। যে কারণে ফাইনালে নামার আগে সব দিকেই কড়া নজর মেসি, আলভারেজদের। যার মধ্যে জার্সিও রয়েছে।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের দাবি, ফাইনালে হোম জার্সি অর্থাৎ নীল সাদা জার্সি পরেই মাঠে নামতে চাইছে মেসিরা। ইতিমধ্যেই তা তারা ফিফাকে জানিয়ে দিয়েছে। নীল-সাদা জার্সি নির্বাচন করার পেছনেও এক মজার কারণ লুকিয়ে রয়েছে। আর্জেন্টিনা টিমের দাবি, যতবারই তার ফাইনালে হেরেছে তাদের গায়ে ছিল অ্যাওয়ে জার্সি। আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সির রং শুধু নীল। নিজেদের বক্তব্যের সমর্থেন তথ্যও দিয়েছে তারা। ১৯৭৮ সালে আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ খেলতে নামে। অ্যাওয়ে জার্সি পরে। এরপর ১৯৯০ এবং ২০১৪ একই ঘটনার পুনরাবৃত্তি। অ্যাওয়ে জার্সি পরে ফাইনালে খেলে এবং হারতে হয়। এদিকে ১৯৮৬ সালে হোম জার্সি অর্থাৎ নীল সাদা পরে তারা জয়ী হয়। তাই এবারে বিশ্বকাপেও নীল সাদা পরেই মাঠে নামতে প্রস্তুত মেসি, আলভেরজরা।
ফিফার নিয়ম অনুযায়ী, যে দল আগে ফাইনালে ওঠে সেই দলের জার্সি পছন্দ করার সুযোগ থাকে। এ ক্ষেত্রে ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনাই আগে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তাই তারাই জার্সি নির্বাচনের সুযোগ পায়। অন্যদিকে ফ্রান্স ও তাঁদের হোম জার্সি শুধু নীল রঙের জার্সি পরেই ফাইনালে নামছে।
Comments are closed.