বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী হয়েছেন। আর্জেন্টিনার কাপ জয়ের অন্যতম কান্ডারি মার্টিনেজ ক্লাবে রাখতেই চাইছিলেন না অ্যাস্টন ভিলার কোচ উনাই এমরি। বিশ্বের সেরা গোলরক্ষকের তকমা পেলেও বিশ্বকাপের পর ‘বিতর্কিত’ আচরণের জেরেই নাকি মার্টিনেজের ওপরে বেজায় চটেছিলেন ভিলার কোচ। যদিও সে সব এখন অতীত। ক্লাব ফুটবলে ভালো খেলতেই মার্টিনেজের প্রশংসায় পঞ্চমুখ এমরি। তাঁর কথায়, আমরা একে অন্যকে শ্রদ্ধা করি। আর্জেন্টিনার হয়ে ও কেমন খেলেছে সেটা সবাই জানে। লিডসের বিরুদ্ধেও ওর পারফর্মেন্স খুব ভালো। ওকে নিয়ে আমরা গর্বিত।
লিডস ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ভিলা। সেই জয়েও গুরুত্বপূর্ণ নিয়েছেন মার্টিনেজ। দুটি প্রায় নিশ্চিত গোল সেভ করেছেন তিনি। আর যা দেখেই মার্টিনেজকে নিয়ে নিজের অবস্থান পাল্টে ফেলেছেন ভিলা কোচ। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন এমরি মার্টিনেজকে নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে করে মার্টিনেজের ভিলা’তে থেকে যাওয়ার সম্ভবনাই বেশি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফুটবল ট্রান্সফার সংস্থা ‘ফিকাজেস’ জানিয়েছিল মার্টিনেজকে তাড়াতে মরিয়া অস্টিন ভিলা। বিশ্বকাপ জয়ের পর একাধিক বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক। এছাড়া তাঁর আচার-আচরণও বিরক্ত ভিলা। তাই মার্টিনেজকে চলতি মরশুমেই ছেড়ে দিতে চেয়েছিল ভিলা।
Comments are closed.