‘ভয় পাওয়ার কিছু নেই’ তালিবানের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বললেন টিভি সঞ্চালক, ভাইরাল ভিডিও

তালিবানরা রয়েছে তালিবানেই। নেট মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে ফের তা প্রমাণিত। একজন সংবাদ সঞ্চালক আফগান নাগরিকদের উদ্দেশ্যে বলছেন, ভয় পাবেন না। দেশে তালিবান শাসন রয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই।

সঞ্চালক যখন এই কথা বলছেন তাঁর গলায় ভয়ের সুর স্পষ্ট। কারণ, তাঁর পেছনেই অত্যাধুনিক বন্ধুক হাতে দাঁড়িয়ে রয়েছেন দু’জন তালিবান। ভিডিওটি ট্যুইট করে একজন লেখেন, তালিবানকে কেন মানুষ ভয় করেন তার আরও একটি প্রমাণ এই ভিডিও।

কাবুল দখলের পরেই তালিবান মুখপাত্র বার্তা দিয়েছিলেন, তাঁদের শাসনকালে দেশে সংবাদ মাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। কিন্তু তাদের এই আশ্বাসের সঙ্গে যে বাস্তব পরিস্থিতির কোনও মিল নেই, তা এই ভিডিওতে ফের প্রমাণিত।

আফগানিস্তানের মসনদে বসার পরেই তালিবান শাসনের একাধিক ভয়াবহ নির্দশন প্রকাশ্যে এসেছে। দেশের পাশাপাশি বিদেশি সংবাদমাধ্যমও তাদের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। কাবুল দখলের পর সাংবাদিক নিগ্রহের বহু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে।

উল্লেখ্য কয়েকদিন আগেই এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল কাবুলের রাস্তায় এক সাংবাদিক একজন আফগান নাগরিককে জিজ্ঞেস করছেন, তালিবান শাসনে তাঁরা কেমন আছেন। বন্ধুকধারী তালিবান সেনা পরিবেষ্টিত হয়ে জনৈক নাগরিক উত্তর দিচ্ছেন, তাঁরা কাবুলে খুব ভালো আছেন।

তবে এদিন এক্কেবারে নিউজ রুমে ঢুকে কার্যত বন্দুকের নলের সামনে সঞ্চালককে তালিবান শাসনের সুখ্যাতি করতে বাধ্য করার ঘটনায় হতবাক বিশ্ববাসী।

Comments are closed.