দেশজুড়ে চলছে কেন্দ্রীয় সরকারের ছুটি, বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে শুভেচ্ছা নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জির
ডক্টর বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সকালে টুইটের মাধ্যমে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান মোদী ও মমতা। এদিন দিল্লিতে আম্বেদকরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদী। সেই ছবি টুইটারে শেয়ার করেন তিনি।
https://twitter.com/narendramodi/status/1514469403043139584?t=qNKj5TwgWWyg8maFEBF3Uw&s=19
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও টুইটের মাধ্যমে আম্বেদকরকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, তাঁর জন্ম বার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা। তাঁর কর্ম আমাদের চলার পথকে অনুপ্রাণিত করে। সংবিধানের মূল নীতিগুলো সমুন্নত করতে অনুপ্রাণিত করে।
https://twitter.com/MamataOfficial/status/1514439959674953733?t=Kc_3z9WDnzXq2RZ7ZU_O-w&s=19
বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের সব অফিস, কলকারাখানা বন্ধ এদিন। প্রতি বছরই দেশজুড়ে সংবিধান রচয়িতার জন্মদিন পালন করা হয়ে থাকে। চলতি বছর আরও একধাপ এগিয়ে গেছে কেন্দ্রীয় সরকার।
Comments are closed.