কেন্দ্রের নতুন মন্ত্রীসভায় জায়গা না হওয়া, রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ সহ একাধিক কারণে রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সাংসদ পদ রাখলেও তিনি আর কোনও শিবিরে নেই। ২০২১ এ গেরুয়া শিবিরের অন্যতম সেনাপতি ছিলেন। কিন্তু টালিগঞ্জ কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন অরূপ বিশ্বাসের কাছে। এবার এই বিপুল ব্যবধানে হার নিয়েই ফের একবার তৃণমূল সহ অরূপ বিশ্বাসকে তুলধনা করলেন বাবুল।
বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে তিনি সরাসরি অভিযোগ করেন, গণনা কেন্দ্রে অরূপ অনুগামীদের কারচুপির জন্যই তিনি এই বিপুল ব্যবধানে হেরেছেন। পোস্টে তিনি লেখেন, টালিগঞ্জকে দোষ দেবেন না, ওখানকার মানুষ আমায় ৫০ হাজার ভোটে হারানোর জন্য ভোট দেয়নি। ঘাসফুল শিবিরকে তাঁর কটাক্ষ, শাসকদলের ‘experienced’ গণনা ‘specialist’ দের সঙ্গে বিজেপি কর্মীরা গণনা কেন্দ্রে মোকাবিলা করতে পারেননি। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, Dummy candidate -এর কাউন্টিং এজেন্ট হিসেবে গণনা কেন্দ্রে প্রচুর দুষ্কৃতী ঢোকানো হয়।
এদিন পোস্টের শেষের দিকে টালিগঞ্জের জয়ী প্রার্থী অরূপ বিশ্বাসকে মহামন্ত্রী বলে খোঁচা দিয়ে লেখেন, বিগত ১৫ বছর বিধায়ক থেকেও তিনি যে কাজগুলি করতে পারেননি তা যেন এবারে সম্পূর্ন করেন।
ভোট গণনার দিনও বাবুল কাউন্টিং সেন্টারে কারচুপির অভিযোগ তুলে একটি ভিডিও পোস্ট করেছিলেন ফেসবুকে। এদিন তাঁর দীর্ঘ পোস্টের শেষে ফের একবার ভিডিওটি দেন তিনি।
Comments are closed.