লোডশেডিং-এর একগুচ্ছ অভিযোগ, এবার CESC-কে কড়া বার্তা রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর

সোমবারের প্রাক বর্ষার বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও গত কয়েক দিন তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এর মধ্যেই সিএসসি-র আওতায় থাকা একাধিক জায়গায় লোডশেডিং-এর অভিযোগ উঠে আসছিল। দীর্ঘক্ষণ লোডশেডিং-এর জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছে সাধারণ মানুষ। এই অবস্থায় সোমবার একটি বৈঠকে সিএসসি’কে তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, আর কোনও অভিযোগ শুনবেন না।

এদিন বিদ্যুৎভবনে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। এক মাসে এ নিয়ে তৃতীয়বার সিএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসলেন বিদ্যুৎমন্ত্রী। বেশ কিছু দিন ধরেই কলকাতা, হাওড়া হুগলি, দমদম সহ একাধিক জায়গায় দীর্ঘক্ষণ লোডশেডিং-এর অভিযোগ উঠে আসছিল। সাধারণ মানুষও যা নিয়ে চূড়ান্ত বিরক্ত ছিল। এ নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন অরূপ বিশ্বাস। দরকার পড়লে টেকনিক্যাল টিম ও ম্যান পাওয়ার বাড়ানোর পরামর্শ দেন বিদ্যুৎমন্ত্রী। সেই সঙ্গে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, এরপর যেন তাঁর কাছে বা বিদ্যুৎ দফতরের কাছে আর কোনও অভিযোগ জমা না পড়ে।

Comments are closed.