এক বছরে মধ্যে এক কোটি পরিষেবা প্রদান করে নজির সৃষ্টি করল রাজ্যের ‘বাংলা সহায়তা কেন্দ্র’। বৃহস্পতিবার এই উপলক্ষ্যে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ট্যুইটে তিনি লিখেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলার মানুষকে এক কোটি পরিষেবা প্রদান করতে সফল হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। এই মাইলফলক ছুঁতে পেরে সকলকে অভিনন্দন জানাচ্ছি।
Delighted to share that Bangla Sahayata Kendras have crossed the landmark of 1 Cr Service Delivery to the people of #Bengal.
3,561 BSKs were setup across the state to provide govt. services for free to people at the grassroots.
Congratulations to everyone for this milestone!
— Mamata Banerjee (@MamataOfficial) November 25, 2021
রাজ্যে সরকারের দফতরগুলি যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যেই পৌঁছতে পারে, সেই উদ্দ্যেশেই রাজ্যের উদ্যোগে শুরু হয়েছিল বাংলা সহায়তা কেন্দ্র। কিছুটা দুয়ারে সরকারের ধাঁচে তৈরি হলেও রাজ্যবাসী সারা বছরের জন্য বাংলা সহায়তা কেন্দ্রের সুবিধা পান। এলাকার মধ্যে থাকা বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে গিয়ে রাজ্যের বিভিন্ন দফতরে বিনামূল্যে আবেদন পাঠাতে পারেন সাধারণ মানুষ। এর আগে এই ধরণের আবেদনের জন্য নির্দির্ষ্ট দফতরে যেতে হত, অথবা কোনও ইন্টারনেট ক্যাফেতে গিয়ে আবেদন করতে হত। যার ফলে আবেদন করার জন্য টাকাও খরচ হত।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ২০২০ সালে পুজোর আগে রাজ্যের একাধিক এলাকায় বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়। রাজ্যের তরফে জানানো হয়, নানা দরকারে কৃষি বিপণন, মৎস, ক্রেতা সুরক্ষা, স্বাস্থ্য, খাদ্য, তথ্য সংস্কৃতি ইত্যাদি দফতরে বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে পারেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী এদিন তাঁর ট্যুইটে জানিয়েছেন, বর্তমানে সারা রাজ্যে ৩,৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে।
Comments are closed.