WB Election 2021: বিক্ষিপ্ত বোমাবাজি, গোলমালের মধ্যে ভোট চলছে পঞ্চম দফায়
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৬ জেলার ৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে
রাজ্যে পঞ্চম দফার ভোট পর্ব শুরু হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৬ জেলার ৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকাল থেকে এখনও পর্যন্ত কোনও বড় গন্ডগোলের খবর না পাওয়া গেলেও একাধিক কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে।
নদিয়ার শান্তিপুরে এদিন কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়।
বিধাননগরের শান্তিপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দু’পক্ষের মধ্যেই ইটবৃষ্টি শুরু হয়।
অন্যদিকে বরাহনগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রের অভিযোগ তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে। তৃণমূলের এজেন্টের নামে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তিনি বুথে বসেছেন বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।
মিনাখাঁয় বিজেপি এজেন্ট নিখোঁজ। বিজেপি প্রার্থী পার্নোর অভিযোগ, তৃণমূল তাঁদের এজেন্টকে তুলে নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রেখেছে।
বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান দক্ষিণের দুবরাজদীঘির ঘটনা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
কল্যাণীতে বিজেপির এক বুধ সভাপতির বাড়িতে রাতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি মিথ্যে অভিযোগ করছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। অন্যদিকে বিজেপি নেতৃত্ব জানাচ্ছে, খবর দেওয়া সত্ত্বেও পুলিশ এসে পৌঁছায়নি। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল এজেন্টরা স্থানীয় পার্টি অফিসে আশ্রয় নেয়।
Comments are closed.