পঞ্চম দফায় ভোট দার্জিলিংয়ে, ২০১৬ ও ২০১৯ এর ভোটের ফলাফল কী ছিল?

দার্জিলিং জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা ৬ টি। তার মধ্যে কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াং আসন পাহাড়ে। মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া আসন সমতলে। দার্জিলিং জেলায় পঞ্চম দফায় ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ। দার্জিলিং-এর ৫ কেন্দ্র হল- দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

দেখে নেওয়া যাক এই কেন্দ্রগুলিতে ১৬ আর ১৯ লোকসভা ভোটের ফলাফল কী ছিল?

দার্জিলিং বিধানসভায় ২০১৬ সালে জয় পান মোর্চার অমর সিংহ রাই (৯৫,৩৮৬)। দ্বিতীয় স্থানে তৃণমূলের সারদা রাই সুব্বা (৪৫,৪৭৩)। ২০১৯ লোকসভায় তৃণমূলের টিকিটে দাঁড়ান সেই অমর সিংহ রাই। এই কেন্দ্রে তিনি বিজেপির প্রার্থীর চেয়ে পিছিয়ে প্রায় ৮০ হাজার ভোটে।
এই কেন্দ্রে এবার সিপিএম প্রার্থী গৌতমরাজ রায়। গেরুয়া শিবিরের প্রার্থী নীরজ তামাং জিম্বা। পিটি ওলা লড়ছেন মোর্চার বিমল গুরুং গোষ্ঠীর হয়ে। অন্যদিকে কেশবরাজ পোখরাল লড়ছেন মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর সমর্থনে।

কার্শিয়াং বিধানসভায় ২০১৬ সালে জয় পান মোর্চা প্রার্থী রোহিত শর্মা (৮৬,৯৪৭)। তৃণমূলের শান্তা ছেত্রী পান ৫৩,২২১ টি ভোট। ২০১৯ সালে মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী রাজু বিস্তা এই কেন্দ্রে লিড নিয়েছেন ৮৭ হাজারের বেশি ভোটে।
এবারের ভোটে এখানে সিপিএম প্রার্থী উত্তম শর্মা। বিজেপি প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা। এখানে নরবু জি লামাকে প্রার্থী করেছেন তামাং গোষ্ঠী। অন্যদিকে শেরিং লামাকে টিকিট দিয়েছেন বিমল গুরুং।

মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে ২০১৬ সালে জয়ী হন কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার (৮৬,৪৪১)। ২০১৯ সালে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে ৯৯ হাজার ভোটে।
এবার এখানে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মণ। রাজেন সুনদাসকে প্রার্থী করেছে তৃণমূল। শঙ্কর মালাকার লড়ছেন কংগ্রেসের টিকিটে।

শিলিগুড়ি বিধানসভায় ২০১৬ এর ভোটে জয় পেয়েছিলেন অশোক ভট্টাচার্য (৭৮,০৫৪)। তৃণমূলের হয়ে বাইচুং ভুটিয়া পেয়েছিলেন ৬৩,৯৮২ ভোট। ২০১৯ লোকসভায় শিলিগুড়ি কেন্দ্রে বিজেপি লিড নিয়েছে ৬৫,৪০০ ভোটের।
এই কেন্দ্রে এবার শংকর ঘোষ বিজেপির হয়ে লড়ছেন। অশোক ভট্টাচার্য সিপিএম প্রার্থী। ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করেছে তৃণমূল।

২০১৬ সালে ফাঁসিদেওয়া বিধানসভায় জেতেন কংগ্রেসের সুনীল তিরকে (৭৩,১৫৮)। ২০১৯ সালে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে গিয়েছে প্রায় ৫০ হাজার ভোটে।
এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু। কংগ্রেস প্রার্থী সুনীল তিরকে। ছোটন কিস্কু লড়ছেন তৃণমূলের টিকিটে।

এছাড়াও কালিম্পং কেন্দ্রে ভোট হবে পঞ্চম দফায়।

দেখে নেওয়া যাক এখানে ১৬ আর ১৯ লোকসভা ভোটের ফলাফল কী ছিল?

২০১৬ সালের বিধানসভা ভোটে কালিম্পং কেন্দ্রে গোর্খা জনমুক্তি মোর্চার সরিতা রাই তৃণমূল সমর্থিত নির্দল হরকা বাহাদুর ছেত্রীকে পরাজিত করেন। ব্যবধান ছিল ১২ হাজার ভোটের। ২০১৯ সালের লোকসভায় মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী রাজু বিস্তা এই কেন্দ্রে এগিয়ে ৫০ হাজারের বেশি ভোটে।

এবার এখানে বিজেপির প্রার্থী হয়েছেন শুভ প্রধান। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং গোষ্ঠীর প্রার্থী হয়েছেন রাম ভুজেল। বিনয় তামাং গোষ্ঠীর প্রার্থী হয়েছেন রুডেন সদা লেপচা। এছাড়াও কংগ্রেসের টিকিটে লড়ছেন দিলীপ প্রধান।

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.