সাংস্কৃতিক পর্যটন কেন্দ্রে হিসেবে শীর্ষে পশ্চিমবঙ্গ; পুরস্কার নিতে বার্লিন যাবেন মুখ্যমন্ত্রী 

সম্প্রতি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তার আগে কন্যাশ্রীর  জন্য বিশ্বের দরবারে পুরস্কৃত হয়েছে পশ্চিমবঙ্গ। ফের একবার জগৎসভায় সেরার আসনে বাংলা। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বে প্রথম হয়েছে রাজ্য। স্বীকৃতি স্বরূপ পুরস্কার নিতে বার্লিন যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন তৃণমূল নেত্রী। 

মুখ্যমন্ত্রী বলেন, “কন্যাশ্রীর জন্য আমরা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছি। তিন দিন আগে আরও একটি স্বীকৃতি পেয়েছি। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে বাংলা বিশ্বে প্রথম হয়েছে। আগামী বছর ২৩ মার্চ বার্লিনে পুরস্কার দেওয়া হবে। সুযোগ পেলে আমি যাব।” 

উল্লেখ্য, ২০১৭ সালে কন্যাশ্রী প্রকল্পের জন্য সেরার শিরোপা পেয়েছিল পশ্চিমবঙ্গ। সেবারে পুরস্কার গ্রহণ করতে নেদারল্যান্ড গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.