২ থেকে ১৮ বয়সীদের মধ্যে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরুর ছাড়পত্র পেল ভারত বায়োটেক
কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ১৮ বছর এবং তার বেশি বয়সী সকল ভারতীয় ভ্যাকসিন পাবেন
২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু করার ছাড়পত্র পেল ভারত বায়োটেক। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ট্রায়াল শুরু হবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ। হুহু করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে দেশে করোনার তৃতীয় ঢেউ আসছে। ডাক্তাররা জানাচ্ছেন, করোনার তৃতীয় ঢেউয়ে সব থেকে বেশি সংক্রমিত হতে পারে শিশুরা। যার জেরে ২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য কোভ্যাক্সিনের ট্রায়ালের ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেককে।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ১৮ বছর এবং তার বেশি বয়সী সকল ভারতীয় ভ্যাকসিন পাবেন। কেন্দ্রীয় সরকারের কো-উইন অ্যাপের মাধ্যমে নাম নিথিভুক্ত করতে হবে।
যদিও নাম নথিভুক্ত করার পরেও দেশের একাধিক হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কোভ্যাক্সিন ট্রায়ালে সফল হলে, ভ্যাকসিন উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে হবে প্রস্তুতকারী সংস্থাকে।
Comments are closed.