১৫ থেকে ১৮ বয়েসীদের জন্য শুধু কোভ্যাক্সিন, ‘ভুয়ো’ টিকা নিয়ে স্বাস্থ্যকর্মীদের সতর্ক করল ভারত বায়োটেক

করোনার তৃতীয় ঢেউ রুখতে ১৫ থেকে ১৮ বছর বয়েসীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। এই বয়েসীদের জন্য শুধুমাত্র ভারত বায়োটেকের কোভ্যাক্সিনই ছাড়পত্র পেয়েছে। এই পরিস্থিতিতে ট্যুইটে চাঞ্চল্যকর দাবি করল, ভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থাটি।

একটি ট্যুইটে ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়েছে, এমন রিপোর্ট রয়েছে যেখানে অনুমোদন নেই এমন ভ্যাক্সিনও দেওয়া হচ্ছে। তারপরেই ওই সংস্থার তরফে ট্যুইটে স্বাস্থ্যকর্মীদের আবেদন করা হয়, আপনারা বিষয়টির উপর নজর রাখুন। এবং নিশ্চিত করুন, যাতে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা শুধুমাত্র কোভ্যাক্সিন টিকা পায়।

ট্যুইটে তারা আরও দাবি করে, ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এই ভ্যাক্সিনকে অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদও জানিয়েছে ট্যুইটে।

উল্লেখ, ২০২০ থেকে ভারত তথা গোটা বিশ্ব কাবু করোনায়। এই মারণ ভাইরাস থেকে বাঁচতে গোটা বিশ্ব জুড়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে। এই পরিস্থিতিতে ভ্যাক্সিন আশার আলো জাগিয়েছে। তারমধ্যেই ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থার এধরনের ট্যুইটে স্বাভাবিকভাবেই আশঙ্কা বেড়েছে আমজনতার।

Comments are closed.