ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জিরা ভোটারদের প্রভাবিত করছেন! অভিযোগ নিয়ে কমিশনে বিজেপি

শাসকদলের দুই হেভিওয়েট নেতা ভবানীপুরের ভোটারদের প্রভাবিত করছেন। সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিমদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে এমনটাই অভিযোগ করল বিজেপি।

বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ বিজেপি রাজ্যের দুই মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অভিযোগ জানায়। গেরুয়া শিবিরের দাবি, পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি বিভিন্ন বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করছেন। অবিলম্বে তাঁদের নজরবন্দি করুক কমিশন।

অভিযোগের ভিত্তি হিসেবে এদিন পরিবহনমন্ত্রীর একটি ট্যুইটকেও হাতিয়ার করে বিজেপি। এদিন ববি হাকিম ট্যুইটে লেখেন, ভবানীপুরের সমস্ত ভোটারদের অনুরোধ করবো আপনারা বেরিয়ে আসুন এবং উন্নয়নের স্বার্থে ভোট দিন।

গেরুয়া শিবিরের আরও অভিযোগ, মন্ত্রী সুব্রত মুখার্জি ভবানীপুরের ভোটারই নন। উনি কেন নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন? এদিন সুব্রত মুখার্জিও ভবানীপুরের ভোট নিয়ে ট্যুইট করেন।

এদিকে এদিন সকালেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেছিলেন, ভোটের দিনও ধাবা খোলা হয়েছে। ১৪৪ ধারা লঙ্ঘন করে জমায়েত করা হয়েছে। কমিশন সূত্রে খবর, বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ওই নির্দিষ্ট ধাবা বন্ধ করা হয়েছে।

যদিও, অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।

উল্লেখ্য বেলা ১১ পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ২১.৭৩%।

Comments are closed.