আমি সব সময় মমতাদির সঙ্গে আছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মন্তব্য বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর
দলনেত্রীর দিল্লি সফর ঘিরে একের পর এক চমক দিচ্ছে তৃণমূল। বুধবারও সেই চমকের এক ঝলক দেখা গেল দিল্লিতে। ৫ টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার ঠিক দেড় ঘন্টা আগে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। যার জেরে বিজেপি সংসদের ভবিষৎতের গন্তব্য নিয়ে একটা জল্পনা শুরু হয়। যদিও সাক্ষাৎ শেষে দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর প্রায় ২৫ মিনিট ধরে কথা হয়। বৈঠক শেষে বেরিয়ে এসে সুব্রহ্মণ্যম স্বামী জানান, তিনি সবসময় মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন। সেই সঙ্গে দলবদলের জল্পনা উড়িয়ে বলেন, ওনার সঙ্গে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলতে এসেছি।
বিজেপি সাংসদ হলেও সম্প্রতি জাতীয় রাজনীতিতে মোদীর কট্টর বিরোধী হিসেবে পরিচিত স্বামী। কেন্দ্রের একাধিক পদক্ষেপ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক। একই সঙ্গে নানানা ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও সমর্থন করেছেন তিনি।
অক্টবরে বিশ্ব শান্তি সম্মেলনে মুখ্যমন্ত্রীকে রোমে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তাঁর রোম-সফরে সম্মতি দেয়নি কেন্দ্র। যা নিয়ে প্রকাশ্যেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। আর মোদীর সঙ্গে সাক্ষাৎতের আগেই মমতা ব্যানার্জির সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর এই বৈঠক জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
Comments are closed.