২০০২ সালের ১৩ জুলাই। ৩২৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মহম্মদ কাইফ, জাহির খানের জয় সূচক রান। আর গ্যালারিতে সৌরভের জার্সি খুলে ঘোরানো। বাঙালির মনে আজও লর্ডসে সৌরভের সেই ‘দাদাগিরি’ ছবি। ক্রিকেট নিয়ে কথা উঠলেই বাঙালি সেই বিখ্যাত ছবির কথা তুলে এখনও গর্ব করে। আর সেই ন্যাটওয়েস্ট ট্রাফির জয়ের ২০ বছর পূর্তিতে ‘মহারাজ’কে ‘বেঙ্গল প্রাইড’ নামে বিশেষ সংবর্ধনা দিল ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটেনের মাটিতে এ ধরণের সম্মান পেয়ে উচ্ছাসিত বিসিসিআই প্রেসিডেন্টও।
সংবর্ধনা পাওয়ার পর সৌরভ গাঙ্গুলি সাংবাদিকদের জানিয়েছেন, একজন বাঙালি হিসেবে ব্রিটিশ পার্লামেন্ট তাঁকে যে সম্মান দিয়েছে তাতে তিনি গর্বিত। তিনি আরও জানান, প্রতি বছরই ব্রিটিশ পার্লামেন্টের তরফে এই বিশেষ সম্মান দেওয়া হয়ে থাকে। এ বছর সংবর্ধনার জন্য তাঁকে নির্বাচিত করায় তিনি খুশি। সংবর্ধনার জন্য ছয় মাস আগে সৌরভ গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, জন্মদিন উপলক্ষ্যে এখন ইংল্যান্ডেই রয়েছেন মহারাজ। ইংল্যান্ডে নিজের ফ্ল্যাটেই ঘনিষ্ঠদের নিয়ে জন্মদিন পালন করেছেন তিনি। জন্মদিনের রাতে মেয়ে সানার সঙ্গে মহারাজের নাচের ভিডিও দেখা গিয়েছিল। জন্মদিনে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছিলেন প্রিন্স অব ক্যালকাটা। আর এর মধ্যেই ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ সংবর্ধনার খবরে কার্যত গোটা দেশবাসী গর্বিত।
Comments are closed.