তীব্র গরমে রাস্তায় দেখা নেই বাস, অটো ও ট্যাক্সির, চরম দুর্ভোগের শিকার যাত্রীরা

তীব্র গরমে রাস্তায় বাস, অটো ও ট্যাক্সির অমিল। বেশিরভাগ চালকরা গরমে রাস্তায় বেরোতে চাইছেন না। যাত্রীদের ডাক পড়লেই গরমে কোথাও যেতে চাইছেন না চালকরা। দুপুরের পর থেকেই শহরের বেশিরভাগ রাস্তায় দেখা পাওয়া যাচ্ছে না বাস, অটো ও ট্যাক্সির। অনেক চালকরা ছুটি নিয়ে বাড়িতে বসে রয়েছেন। রাস্তায় গাছের নীচে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে অধিকাংশ চালককে।

 

এমনকি অনলাইন অ্যাপ ক্যাব চালকরাও দূরের বুকিং নিতে চাইছেন না। রোদের তেজে অ্যাপ বাইক চালকরাও দূরে কোথাও যেতে চাইছেন না। যদিও সন্ধ্যের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন অফিস যাত্রীরা।

 

এক অফিস যাত্রীর কথায় এই তীব্র গরমে বাসের সংখ্যা অনেক কমে গিয়েছে। তাই অফিস যেতে রোজই দেরী হয়ে যাচ্ছে। ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পরও বাস বা অটোর দেখা মিলছে না। রাস্তায় বেরিয়ে এমনিতেই গলদঘর্ম অবস্থা, এরমধ্যে দেখা নেই বাস, অটো ও ট্যাক্সির। চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতেও একই ছবি। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। আবার কোথাও ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা।

Comments are closed.