এক সপ্তাহ বাদেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কেন্দ্রের জনয় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে জিতেছে বিজেপি। পর পর দু’বার জিতলেও বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা মাদারিহাটে যে কাজগুলি করতে পারেননি এবার উপ নির্বাচনে জিতলে সেই কাজগুলি করে দেওয়ার প্রতিশ্রুতি দিল রাজ্যের শাসক দল।
বীরপাড়ায় দলীয় নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সেই কাজের প্রতিশ্রুতির ইস্তেহার প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। প্রকাশচিক বরাইক বলেন, নির্বাচনী আচরণবিধি লাগু আছে।
মাদারিহাটের উপ নির্বাচনে দল জিতলে অবশিষ্ট সব বাগানে চা সুন্দরী প্রকল্পে শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে। দ্রুত গোর্খা ভবন নির্মাণ করা হবে। মাদারিহাটে আরও একটি কলেজ তৈরি করা হবে।
ইস্তেহারে বলা হয়েছে, বীরপাড়ার জনজীবনের সমস্যা কাটাতে বাইপাস তৈরি করা হবে। দলমোড় থেকে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়ক পর্যন্ত এই বাইপাস নির্মাণ করা হবে। সেই সঙ্গে গয়েরকাটায় থানা ও বিন্নাগুড়িতে গ্রামীণ হাসপাতাল তৈরি করা হবে।
Comments are closed.