১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভায় উপনির্বাচন, বৃদ্ধি করা হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। অবাধ ও সুষ্ঠু উপনির্বাচনের জন্য রাজ্যের পাঁচ জেলার ৬টি কেন্দ্রে ফের বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের পাঁচ জেলার ৬টি কেন্দ্রে উপনির্বাচন। সেই তালিকায় রয়েছে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই। প্রথমে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

তবে তার মাত্র কয়েক দিনের মধ্যে ফের সিদ্ধান্ত বদল। রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচনে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এবার যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাট রয়েছে বিজেপির দখলে। বাকি ৫ কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। আর জি কর কাণ্ডের পর রাজ্যে এটাই প্রথম নির্বাচন। এতেই বোঝা যাবে আর জি কর কাণ্ডের কতটা প্রভাব জনমানসে পড়েছে। বিজেপিও এই উপনির্বাচনকে লোকসভার ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসাবে কাজে লাগানোর চেষ্টা করবে।

Comments are closed.