এসএসসি নিয়োগে বেনিয়ম নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারও নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন চাকরি প্রার্থীরা। এই অবস্থায় বৃহস্পতিবার ফের বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে খবর, শিক্ষক নিয়োগ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হতে পারে। স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
স্কুলগুলোতে প্রধান শিক্ষক পদে প্রায় আড়াই হাজার শূন্যপদ রয়েছে। দীর্ঘ দিন ধরে শূন্যপদ পূরণ নিয়ে আলোচনা হলেও একাধিক জটিলতায় তা আটকে আছে। জানা গিয়েছে, স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে সম্মতি দিয়েছে রাজ্যের আইন সভা। অর্থ দফতরের তরফেও অনুমোদন মিলেছে। এই পরিপ্রেক্ষিতে এদিন মন্ত্রিসভার বৈঠক থেকে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে অনুমোদন মিলতে পারে বলে জানা গিয়েছে। আজকের প্রক্রিয়াটা শেষ হলেই স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন।
শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, স্কুল ভিত্তিক প্রধান শিক্ষকের তালিকা প্রস্তুতি করবে মধ্যশিক্ষা পর্ষদ। তারপর সেই তালিকা পাঠানো হবে স্কুল সার্ভিস কমিশনে। মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসের গোড়াতেই প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
Comments are closed.