ফের বিশ্ব সেরার তালিকায় কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারতের সেরা IIT বম্বে 

ফের রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। বিশ্বের সেরার তালিকায় উঠে এল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। কোয়াকোয়ারেলি সাইমন্ডস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং (QSWUR) বুধবার একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভারত থেকে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। গত বছর এই তালিকায় ৪১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল। এবারে নতুন করে ৪টি বিশ্ববিদ্যালয় তালিকায় জায়গা পেয়েছে। 

ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এই তালিকায় শীর্ষে আছে আইআইটি বম্বে (IIT-Bombay)। বিশ্ব তালিকায় এই প্রতিষ্ঠান আছে ১৪৭তম স্থানে। এরপর রয়েছে, আইআইটি দিল্লি (IIT-Delhi), সার্বিক ক্রম ১৯৭।  

রাজধানী দিল্লি থেকে সব থেকে বেশি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তালিকায় জায়গা করে নিয়েছে। এছাড়াও আগেই বলা হয়েছে, রাজ্য থেকে দুটি বিশ্ববিদ্যালয় কোয়াকোয়ারেলি সাইমন্ডস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং জায়গা করে নিয়েছে। যার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের মধ্যে (৭৪১-৭৫০) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় (৮০১-৮৫০) স্থানে রয়েছে। 

Comments are closed.