পুজোর আগেই কেন্দ্রীয় সরকারের কর্মীরা সুখবর পেতে পারেন। চলতি বছরের জানুয়ারি মাসের পর ফের বাড়তে চলেছে মহার্ঘ্য ভাতা। সব ঠিক থাকলে পুজোর আগেই বর্ধিত হারে ডিএ পাবেন কর্মীরা।
কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে ৩৪% হারে ডিএ পান। চলতি বছরে ফের ৪% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যার ফলে ডিএ বাড়লে, ৩৮% হারে পাবেন কেন্দ্রীয় সরকারের চাকুরের। ২০২১ সালের জুলাই মাসে মহার্ঘ্য ভাতা ১৭% থেকে ২৮% বাড়ানো হয়েছিল। গত বছর অক্টোবরে ফের ৩% বাড়ানো হয়। ফলে তা বেড়ে হয় ৩১ শতাংশ। এরপর চলতি বছরের জানুয়ারিতে আরও ৩% বাড়ানোর ফলে বর্তমানে কেন্দ্রের কর্মীরা ৩৪% ডিএ পান। পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশের ৪৭.৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভোগী ৩৪% হারে ডিএ পেয়ে থাকেন।
প্রসঙ্গত, মূল্যস্ফীতির ভার কমানোর জন্যই ডিএ দেওয়া হয়ে থাকে। মূল্যবৃদ্ধির হারের ওপর নির্ভর করেই ডিএ-এর হার ধার্য করা হয়ে থাকে। বর্তমানে মূল্য বৃদ্ধির হার ৭%-এর কাছাকাছি রয়েছে। তার ওপর ভিত্তি করেই ডিএ নির্ধারণ করা হবে।
Comments are closed.