কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। মহার্ঘভাতা বাড়ল ১১ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১ এর তিনবার মহার্ঘভাতা দেওয়ার কথা ছিল, সেটা এবার দেওয়া হবে।
এরফলে উপকৃত হবেন প্রায় ৫২ লক্ষ কর্মী এবং ৬০ লক্ষ পেনশনভোগী। সপ্তম পে কমিশন অনুযায়ী মহার্ঘভাতা ও ডিয়ারনেস রিলিফ চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।
করোনা আবহে কেন্দ্র সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘভাতা দেওয়া বন্ধ করে দেয় মোদী সরকার। গত বছর লকডাউনর আর্থিক সংকট মেটাতে মহার্ঘভাতা বন্ধ করে দিয়ে ৩৭,৫৩০.০৮ কোটি টাকা সাশ্রয় করেছে কেন্দ্র। এরফলে তিনটি কিস্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বন্ধ হয়ে গিয়েছিল।
গত সপ্তাহে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জয়েন্ট কাউন্সিল মেশিনারি মহামহার্ঘভাতার ওপর ছাড়পত্র দেওয়ার পর তা ১৭ শতাংশ থেকে বেড়ে হয়ে যায় ২৮ শতাংশ।
Comments are closed.