বন্দে ভারতের পর ফের নতুন ট্রেনের ঘোষণা করতে পারে কেন্দ্র। আসন্ন বাজেটেই এই ঘোষণা হতে পারে। এমনটাই খবর। জানা গিয়েছে, আগামী তিন বছরের মধ্যে ৩৫টি নতুন হাইড্রোজেন চালিত ট্রেন এবং আরও ৫০০টি বন্দে ভারত ট্রেন চলবে। এছাড়াও রেলের উন্নয়ন, লাইন সম্প্রসারণ সহ রেলের সর্বপরি আধুনিকরণের জন্য ১.৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে।
নানা কারণে নতুন ট্রেন বন্দে ভারত খবরের শিরনামে উঠে এসেছে। হাইড্রোজেন চালিত ট্রেনের ঘোষণা প্রসঙ্গেও এবার কৌতূহল শুরু হয়েছে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, দেশের কয়েকটি ট্রেন রুটে হাইড্রোজেন চালিত ট্রেন চলবে। অত্যন্ত উন্নত মানের আধুনিক হওয়ার পাশাপাশি এই ট্রেনগুলো অত্যন্ত দ্রুত গতিরও। বন্দে ভারত একটি দ্রুত গতির ট্রেন। জানা গিয়েছে, হাইড্রোজেন ট্রেন বন্দে ভারতের থেকেও অধিক গতির। অর্থাৎ আরও তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছেন। রেল মন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রেলের আধুনিকরণ নিয়ে একাধিক ঘোষণা করেছেন। মনে করা হচ্ছে এবারের বাজেটে রেকর্ড পরিমাণ বরাদ্দ পেতে চলেছে ভারতীয় রেল।
Comments are closed.