দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণেকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারির সম্ভবনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাণিজ্য নগরী। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করে সঙ্গমেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সম্প্রতি কঙ্কন এলাকায় ‘জন আশীর্বাদ যাত্রা’য় উদ্ধব ঠাকরেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাণে। তিনি বলেন, দেশের কততম স্বাধীনতা দিবস তা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানেন না। ওনাকে জেনে বলতে হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। তারপরেই রাণে বলেন, আমরা ওখানে থাকলে তাঁকে একটা চড় মারতাম।
মুখ্যমন্ত্রীকে নিয়ে এই মন্তব্যের জেরে তোলপাড় পড়ে যায়। শিবসেনার সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মহারাষ্ট্রের বিভিন্ন থানায় সর্বমোট চারটে এফআইআর দায়ের করা হয়। পুনেতে একটি, নাসিকে দু’টি, রায়গড়ের মিহাদে একটি এফআইআর দায়ের হয়। রাণেকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে সরানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।
উল্লেখ্য মঙ্গলবার সকালে, ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় শিবসেনা সমর্থকেরা। সেই সময় সেখানে বিজেপি সমর্থকদের একটি দলও হাজির হয়। দু দলের মধ্যেই খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
Comments are closed.