আইএএসদের বদলি সংক্রান্ত নিয়মের সংশোধন চায় কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এর প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। আর এর মধ্যেই ফের কেন্দ্রের তরফে নবান্নেকে আরও একটি চিঠি লেখা হয়েছে। নবান্ন সূত্রে খবর, আইএএসদের বদলি সংক্রান্ত নিয়মে আরও কড়াকড়ি করতে চেয়ে ওই চিঠিতে জানানো হয়েছে।
জানা গিয়েছে, নতুন চিঠিতে বলা হয়েছে, রাজ্যের কোনও অফিসারকে কেন্দ্রে বদলির পরেও যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অফিসার কাজে যোগ না দেয়, তাহলে সংশ্লিষ্ট অফিসারকে ‘স্ট্যান্ড রিলিজ’ করে দেওয়া হবে। প্রশাসনিক মহল থেকে জানা যাচ্ছে, এই স্ট্যান্ড রিলিজ করে দেওয়ার অর্থ ওই অফিসারের বেতন হয়ে যাবে। এমনকী অবসরের পর তাঁর পেনশন পেতেও অসুবিধা হবে।
আইএএস ক্যাডার রুলের এধরনের সংশোধন করতে চায় কেন্দ্র, এই খবর প্রকাশ্যে আসার পর প্রশাসনিক মহলেও নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশাসনিক মহলের একাংশের ব্যাখ্যা, কেন্দ্রের এই নির্দেশ কার্যকর হলে, দৈনন্দিন কাজের ক্ষেত্রে অফিসারদের দায়বদ্ধতা কিছুটা ধাক্কা খাবে। অনেকে বলছেন, এর জেরে রাজ্যের অফিসারদের উপর নিয়ন্ত্রণও শিথিল হবে। আদতে যার প্রভাব পড়বে রাজ্য সরকারের কাজে। আবার আরেক পক্ষের মতে, এই ধরনের নির্দেশে সবথেকে বেশি সমস্যায় পড়বেন অফিসাররা। কোনও অফিসারকে কেন্দ্র বদলির নির্দেশ পরেও রাজ্য না ছাড়লে, ওই অফিসারের চাকরি প্রশ্নের মুখে পড়বে।
উল্লেখ, আইএএস ক্যাডার রুলের সংশোধন করতে চেয়ে কয়েকদিন আগেই রাজ্যগুলিকে চিঠি দিয়ে মতামত জানতে চায় কেন্দ্র। রাজ্যগুলিকে ২৫ জানুয়ারির মধ্যে মতামত জানাতে বলা হয়। আর মধ্যেই কেন্দ্রের এই প্রস্তাবের বিরোধিতা করে মোদীকে চিঠি লেখেন মমতা ব্যানার্জি। ঠিক একই সময় নবান্নে ফের একটি চিঠি এসে পৌঁছায়। যা নিয়ে ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে তৈরি হচ্ছে বলে মত রাজনৈতিক কারবারিদের একাংশের।
Comments are closed.