রবিবার পর্যন্ত মধ্য কলকাতা অর্থাৎ চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার এলাকার সমস্ত পাইকারি বাজার বন্ধ থাকবে। করোনা রুখতে এই সিদ্ধান্ত কনফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের (সিডব্লুবিটিএ)। বৃহস্পতিবার উত্তর কলকাতায় ভোটের কারণে এমনিতেই দোকানপাট বন্ধ ছিল। জানা গিয়েছে দোকানপাট খুলবে রবিবার।
পোস্তা-সহ মধ্য কলকাতার বেশকিছু খাবারের দোকান খোলা থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্য কলকাতার অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া একাধিক দোকান, বাজার বন্ধ রাখার কথা বলা হয়েছে সংগঠনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। ’
সংগঠনের তরফে আরও বলা হয়েছে, উত্তর কলকাতায় ভোট বৃহস্পতিবার। সেইকারণে বেশিরভাগ দোকান-বাজার বন্ধ। এরপর শনিবার ১ মে ছুটির দিন। রবিবার সব ছুটি। তাই শুধুমাত্র শুক্রবার দোকান বন্ধ রাখলেই পরপর চারদিন বাজারগুলি বন্ধ থাকবে। এতে সংক্রমণের শৃঙ্খল ভাঙ্গা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.