উত্তরবঙ্গের জন্য ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রীরা দিচ্ছেন ১ লাখ করে
উত্তরবঙ্গের তিন জেলায় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের ঘরবাড়ি। পরপর দুবারের উত্তরবঙ্গ সফরে ত্রাণকার্য নিজে তদারকি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সর্বশক্তি দিয়ে।
ত্রাণ ও পুনর্বাসনের কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিদর্শন করছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি। এবার রাজ্য ত্রাণ তহবিলে নিজে ৫ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি এই ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, তাঁর লেখা বইয়ের রয়্যালটি এবং গানের সিডি থেকে পাওয়া অর্থ দিয়েই তিনি এই অনুদান দেবেন।
তিনি আরও জানান, রাজ্যের ৪৪ জন মন্ত্রী ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা করে দান করছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ১ লক্ষ টাকার ত্রাণ তহবিলে দানের ঘোষণা করেছেন। একে তৃণমূলের তরফ থেকে কেন্দ্র ও কেন্দ্রের শাসক দলের প্রতি একটি বার্তা বলেই মনে করা হচ্ছে। রাজ্যবাসীর কাছেও সাহায্যের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সাড়া দিয়ে বহু মানুষ তহবিলে অর্থ দান করেছেন।
Comments are closed.