ভারী বৃষ্টি ও বন্যার পর দ্বিতীয়বার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই অবস্থায় দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যান । সোমবার সকালে তিনি পৌঁছন নাগরাকটায়। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। মৃতদের পরিবারের একজনকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন ক্ষতিগ্রস্তদের বাড়ি বানানোর ব্যবস্থা করে দেওয়া হবে। বিপর্যয়ে যাদের বিভিন্ন নথি হারিয়ে গিয়েছে তা দ্রুত তৈরি করে দেওয়া হবে।
দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান মালবাজারে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মিরিকে যাওয়ার কথা। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে মিরিকে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পদস্থ সরকারি আধিকারিকরা। ভূটানের জল ছাড়ার জন্য এই এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে ফের জানান মুখ্যমন্ত্রী।

Comments are closed.