এবার সিঙ্গুরে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মঞ্চ থেকে কিছু সরকারি প্রকল্পের ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে।
গত ১৮ জানুয়ারি সিঙ্গুরে কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি অনুষ্ঠান থেকে বন্দে ভারত, অমৃত ভারত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করেছিলেন তিনি। জনসভা থেকে তৃণমূল জমানাকে মহা-জঙ্গলরাজ বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।
এবার সিঙ্গুরে কর্মসূচি নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments are closed.