কয়লা পাচারকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে তলব CID’র, শুক্রবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ 

কয়লা পাচার তদন্তে এবার সিআইডির নজরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবারই তাঁকে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে খনি অঞ্চলের ১০ জন পুলিশ আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। ভবানী ভবন সূত্রে খবর, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আসানসোল পুরসভার প্রাক্তন মেয়রের নাম উঠে এসেছে। সে কারণেই তাঁকে তলব করা হয়েছে। 

সিআইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচারের তদন্তে নেমে  ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত আসানসোল, রানীগঞ্জ, কুলটি’তে পোস্টিং ছিলেন এমন ১০ জন পুলিশ অফিসারকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। সেই সূত্রেই তদন্তকারীরা একাধিকবার জিতেন্দ্র তিওয়ারির নাম পেয়েছেন। এবার এই মামলায় প্রাক্তন তৃণমূল নেতাকে নোটিশ পাঠাল সিআইডি। 

উল্লেখ্য, জিতেন্দ্র তিওয়ারিকে তলব নিয়ে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর ২০২১ বিধানসভা ভোটের দোরগোড়ায় বিজেপি’তে যোগ দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। 

Comments are closed.