১ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনও নিজাম প্যালেসের ১৫ তলার সিবিআই দফতরেই ঠায় বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুব্রত, ফিরহাদ, মদন মিত্রের গ্রেফতারি বেআইনি। তাঁদের কোনও নোটিস পাঠানো হয়নি। বেআইনি ভাবে রাজ্যের মন্ত্রীদের গ্রেফতার করা হলে তাঁকেও গ্রেফতার করতে হবে। সিবিআইকে সাফ জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি।
সূত্রের খবর, নিজাম প্যালেসের সিবিআই দফতরেই নিজের গ্রেফতারির দাবিতে বসে আছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, সকালে ফিরহাদের গ্রেফতারির খবর পেয়ে তাঁর বাড়ি যান মুখ্যমন্ত্রী। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে মমতা ব্যানার্জির কনভয় সোজা চলে আসে নিজাম প্যালেস। গাড়ি থেকে নেমে দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সোজা ১৫ তলায় সিবিআই অফিসে চলে যান। সেখানে গিয়েই সিবিআই অফিসারদের তাঁকেও গ্রেফতার করার দাবি জানান মুখ্যমন্ত্রী।
Comments are closed.