সামনেই ত্রিপুরা বিধানসভা ভোট। ভোট প্রচারে সোমবারই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ত্রিপুরা তৃণমূল সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, সোমবার আগরতলায় নেমে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাবেন মমতা ব্যানার্জি। এরপর মঙ্গলবার একটি পথসভা করার কথা রয়েছে। এখনও পর্যন্ত ঠিক রয়েছে মঙ্গলবার আগরতলাতেই একটি রোড-শো করবেন তিনি। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রোড-শো শুরু করে ফের সেখানেই ফিরে আসার কথা তাঁর।
রবিবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে ত্রিপুরা তৃণমূল। ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রতী বসু বলেন, বাংলাই মডেল। পশ্চিমবঙ্গে যে ভাবে উন্নয়নের কাজ হয়েছে, ত্রিপুরাতে তৃণমূল সুযোগ পেলে একই ভাবে কাজ করবে। তৃণমূলের ইস্তাহারেও দেখা গিয়েছে, বাংলার মতোই ত্রিপুরার জন্যও একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। যেখানে, বাংলার মতো সবুজ সাথী প্রকল্প, বাধর্ক্য ভাতা, বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলোর কথা বলা হয়েছে।
সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পাওয়ার পরেই ত্রিপুরাকে পাখির চোখ করেছিলেন অভিষেক ব্যানার্জি। একুশের নির্বাচনের পর একাধিকবার ত্রিপুরা গিয়েছেন অভিষেক। সে রাজ্যের সংগঠন ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছেন। তৃণমূলের তরফে দীর্ঘদিন ধরে জানানো হচ্ছিল, দলনেত্রী মমতা ব্যানার্জিও ত্রিপুরা আসতে পারেন। আর বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রীর এই ত্রিপুরা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
Comments are closed.