আর নয় অ্যাম্বাসাডর, সরকারি কাজে এবার বাইক ব্যবহার করবেন এই জেলার আধিকারিকরা 

লক্ষ্য ব্যয় কমানো এবং সরকারি কাজে গতি আনা। আর সাদা অ্যাম্বাসাডর নয়, সরকারি কাজে বাইক ব্যবহার করতে হবে আধিকারিকদের, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কোচবিহার জেলা প্রশাসনের তরফে। সোমবার জেলা প্রশাসনের তরফে জেলার একাধিক দপ্তরকে এই লক্ষ্যে ১৩১ টি বাইক তুলে দেওয়া হয়।  এদিনের অনুষ্ঠানে জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

এদিন কোচবিহারের এ এন পার্কে একটি অনুষ্ঠানে জেলা শাসক পবন কাদিয়ান জেলার বিভিন্ন দফতরকে বাইক তুলে দেন। জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য আধিকারিক। জেলা শাসক জানিয়েছেন, এদিনের অনুষ্ঠান থেকে জেলা পুলিশকে ৬০টি, ভূমি ও ভূমি সংস্কার  দফতরের হাতে ১২ টি বন দফতর এবং পরিবহন দফতরকে ২৪টি বাইক দেওয়া হয়েছে। 

পেট্রোলের দাম কার্যত আকাশ ছুঁয়েছে। তার মধ্যে জেলার এক আধিকারিকের কথায়, জেলার বিভিন্ন দফতরের গাড়িগুলো বেশ পুরোনো। সামান্য একটু খারাপ হলেই মাসের পর মাস অচল হয়ে পড়ে থাকে সেগুলো। যে কারণে দফতরের কাজেও ঢিলেমি হচ্ছে। এই সব একাধিক কারণেই এবার সরকারি কাজে চার চাকার বদলে দু’চাকা ব্যবহার করতে চাইছে কোচবিহার জেলা প্রশাসন। মনে করা হচ্ছে, কোচবিহারে প্রথম পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। সফল হলে গোটা রাজ্যে সরকারি কাজে বাইক ব্যাবহার বাড়ানো হতে পারে বলে জেলার এক আধিকারিক জানিয়েছেন।   

Comments are closed.