কলকাতা ও হাওড়ার যানজট কাটাতে নয়া উদ্যোগ। এবার গঙ্গার নীচ দিয়ে চলবে পণ্যবাহী গাড়ি। ছয় লেনের সুড়ঙ্গ তৈরি হচ্ছে গঙ্গার নীচে। খিদিরপুর থেকে হাওড়া পর্যন্ত তৈরি হতে চলেছে প্রায় ৮০০ মিটার লম্বা এই সুড়ঙ্গ। সুড়ঙ্গ দিয়ে ছুটবে পণ্যবাহী গাড়ি কন্টেনার। এছাড়াও হাওড়ার জাতীয় সড়ককে সংযুক্ত করার জন্য তৈরি হবে ফ্লাইওভার।
বন্দর চেয়ারম্যান বিনীত কুমারের কথায়, রাস্তা দিয়ে কন্টেনার যাতায়াত করার জন্য যানজট তৈরি হয়। কলকাতা ও হাওড়া শহর এবং পাশ্ববর্তী এলাকায় যানজট ঠেকাতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খিদিরপুর ডক ও নেতাজি সুভাষ ডক দিয়ে প্রতিদিন বহু ট্রাক ও কন্টেনার যাতায়াত করে। পণ্যবাহী ট্রাক আসে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। এরফলে কোনা এক্সপ্রেসওয়ে, সাঁতরাগাছি, ডানলপ, বিমানবন্দর-সহ একটা বড় অংশে যানজট তৈরি হয়।
বেলজিয়ামেও অ্যান্টওয়ার্প বন্দরের শেল্ড নদীর নীচে প্রায় ১.৩৭ কিলোমিটার লম্বা সুড়ঙ্গ আছে। সেখানে ৫.১০ মিটার উচ্চতার কন্টেনার বা ট্রাক যাতায়াত করতে পারে।
Comments are closed.