বিশ্বকাপ জিতলেও ফিফার বড়সড় শাস্তির মুখে পড়তে পারে টিম আর্জেন্টিনা। মেসি, মার্টিনেজদের বিরুদ্ধে স্টেডিয়াম ভাঙচুরের মতো গুরুতর অভিযোগ জমা পড়েছে ফিফায়। জানা গিয়েছে, ফিফা ইতিমধ্যেই অভিযোগের তদন্ত শুরু করেছে। দোষ প্রমাণিত হলে আর্জেন্টিনাকে বড়সড় জরিমানা করতে পারে ফিফা, এমনটাই খবর সংবাদসংস্থা সূত্রে।
কয়েকটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ জয়ের পর উদযাপন করার সময় বেশ কয়েকটি বিধি নিষেধ ভেঙেছে আর্জেন্টিনার খেলোয়াড়রা। তার মধ্যে গুরুতর অভিযোগ হল, আনন্দ উদযাপনের সময় স্টেডিয়ামের যে জায়গায় দাঁড়িয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সেটি তাঁরা ভাঙচুর করেছে। এবং চাঞ্চল্যকর অভিযোগ, গোটা দল এমনকী মেসির বিরুদ্ধেও ভাঙচুর করার অভিযোগ জমা পড়েছে। জানা গিয়েছে তদন্ত শেষে যদি আর্জেন্টিনার দোষ প্রমাণিত হয়, তাহলে ফিফা তাঁদের বড়সড় অঙ্কের জরিমানা করতে পারে।
জানা গিয়েছে, মেসিদের অভিযোগের ব্যাপারে ফিফা ইতিমধ্যেই আর্জেন্টিনার সঙ্গে যোগাযোগ করেছে। তদন্তের বিষয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থাকে সহযোগিতার আর্জি জানানো হয়েছে। তবে মেসিদের অভিযোগের খবর প্রকাশ্যে আসার পর বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও আর্জেন্টিনার কোনও খেলোয়াড় এ নিয়ে এখনও প্রতিক্রিয়া দেয়নি।
Comments are closed.