কংগ্রেস রাম মন্দির নির্মাণের পক্ষে, সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে সব পক্ষকে তা মেনে চলার আবেদন

অযোধ্যা মামলার রায়কে স্বাগত জানাল কংগ্রেস। সেই সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেস জানিয়ে দিল, তারা মন্দির নির্মাণের পক্ষে।
শনিবার সকালে সুপ্রিম কোর্ট অযোধ্যা জমি মামলার ঐতিহাসিক রায় ঘোষণার পর সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসে। বৈঠকের পর কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলনে জানান, কংগ্রেস রাম মন্দির নির্মাণের পক্ষে। সবার উচিত এদিনের শীর্ষ আদালতের রায় মেনে চলা।
প্রেস বিজ্ঞপ্তি জারি করে জাতীয় কংগ্রেস আবেদন জানিয়েছে, দেশে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখা জরুরি। সব পক্ষেরই উচিত শীর্ষ আদালতে রায় মেনে চলা।

 

Comments are closed.