তৃণমূলেই এলেন বাইরন; বিধানসভায় ফের শূন্য হয়ে গেল কংগ্রেস

দীর্ঘ জল্পনার অবসান। সাগরদিঘি উপনির্বাচনে জয়ের তিন মাস পরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাইরন বিশ্বাস। সোমবার পশ্চিম মেদনীপুরের ঘাটালে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সাগরদিঘির বিধায়ক। বাইরন বিশ্বাসই ছিলেন বিধানসভায় কংগ্রেসের একমাত্র বিধায়ক। ফলে তাঁর তৃণমূলে যোগ দেওয়াতে বিধানসভায় ফের কংগ্রেস শূন্যতে পৌঁছে গেল। 

গত ২৭ ফেব্রুয়ারি সাগড়দিঘিতে উপনির্বাচন হয়। ২ মার্চ ফল প্রকাশের পর দেখা যায় ওই আসনটিতে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের বাইরন বিশ্বাস। ২০২১ এর বিধানসভায় একটিও আসন পায়নি হাত শিবির। বাইরনদের হাত ধরেই বিধানসভায় খাতা খুলেছিল অধীর চৌধুরীরা। যদিও জয়ের পরেও বাইরনকে কংগ্রেসের তেমন কোনও কর্মসূচিতে দেখা যায়নি। যা নিয়ে জোর জল্পনা চলছিল। তবে কি শাসক শিবিরে যোগ দিচ্ছেন তিনি। সোমবার সেই জল্পনাই সত্যি হল। 

Comments are closed.