দল ছাড়লেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা

দল ছাড়লেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে চিঠি পাঠিয়ে দল ছাড়ার কথা জানান শিলচরের কংগ্রেসের প্রাক্তন সাংসদ।

চিঠিতে সুস্মিতা দেব লিখেছেন, কংগ্রেসের সঙ্গে তিন দশক ধরে যুক্ত ছিলাম। এতদিন আমার পাশে যেসব নেতা, মন্ত্রী ও সতীর্থরা ছিলেন, তাঁদের অনেক ধন্যবাদ। চিঠির একটি অংশে তিনি সোনিয়া গান্ধীকেও ধন্যবাদ জানিয়েছেন এতদিন তাঁকে সঠিক পথ দেখানোর জন্য।

এরপরেই পপ্ৰশ্ন উঠছে তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন সুস্মিতা? ২০১৪ সালে শিলচরের এই সাংসদের সঙ্গে কংগ্রেসের দুরত্ব বেড়েছিল। তাঁর মতামতকে গুরুত্ব না দেওয়ায় জন্য দলের সঙ্গে দুরত্ব বাড়ে।

ত্রিপুরার পর অসমে নিজেদের জায়গা পাকা করতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই নির্দল বিধায়ক অখিল গগৈকে দলে নিতে প্রস্তাব পাঠিয়েছে তৃণমূল।

Comments are closed.