আরও দামি হতে চলেছে রান্নার তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণের

আরও দামি হতে চলেছে রান্নার তেল। ২৮ এপ্রিলের পরে দাম বাড়তে পারে। এই মাস থেকেই ভারতকে পাম তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে ইন্দোনেশিয়া। তাই দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই দেশে প্রয়োজনের তুলনায় কম তৈরি হয়েছে তেল। তাই আগামী ২৮ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য তেল রফতানি বন্ধ করতে চাইছে ইন্দোনেশিয়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দাম বেড়েছে জ্বালানির। দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। এই অবস্থায় রান্নার তেলের দাম বেড়ে যাবে শুনে আতঙ্কিত সাধারণ মানুষ। এমনিতেই দাম বেড়েছে সরষের তেল ও রান্নার অন্য তেলের। আগামী ২৮ এপ্রিল থেকে আরও দামি হতে চলেছে পাম তেল। এই অবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে ব্যবসায়ী সংগঠনগুলি।

উল্লেখ্য, প্রতি বছর ভারত ১ কোটি ৩০ লক্ষ টন ভোজ্য তেল আমদানি করে। এরমধ্যে ৮০ লক্ষ পাম ওয়েল।

Comments are closed.