করমণ্ডল দুর্ঘটনায় ৮১টি দেহের পরিচয় মেলেনি; ডিএনএ মিলিয়ে ক্ষতি পূরণ দেওয়া হবে, জানাল রেল 

বালেশ্বর ট্রেন দুর্ঘটনার দগদগে স্মৃতি এখনও টাটকা। মৃতের সংখ্যা প্রায় ৩০০। এর মধ্যেই একটি চাঞ্চল্যকর তথ্য দিল রেল। সূত্রের খবর, এখনও ৮১টি দেহ শনাক্ত করা যায়নি। তার মধ্যেই বিপত্তি, এক একটি দেহের  জন্য একের অধিক দাবিদার আসছেন। আর যার জন্যই রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডিএনএ নমুনা মিলিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর সেই কারণেই মৃত দেহের দাবিদারদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।

রেল সূত্রে খবর, ওড়িশার ভুবনেশ্বর এইমসে এই ডিএনএ নমুনা সংগ্রেহের কাজ শুরু হয়েছে। মৃতের পরিজনদের হাসপাতালে যাওয়ার জন্য বলা হয়েছে। একটি দেহের একাধিক দাবিদার থাকলেও তাদের হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ট্রেন দুর্ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। কার্যত দুর্ঘটনার পর থেকেই দু-একজন করে মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে। এর মধ্যেই শনাক্ত করা যায়নি এমন মৃতদেহ নিয়ে জটিলতা বেড়েই চলেছে। এই অবস্থায় চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছে মৃতের পরিবার পরিজন।

Comments are closed.