মে মাসেই নিয়ন্ত্রণে আসবে করোনা দ্বিতীয় ঢেউ, আশ্বস্ত করলেন ভাইরোলজিস্ট গগনদীপ কাং
১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি অনেক কম
মে মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আসতে পারে করোনা। বলছেন বিশেষজ্ঞরা।
রকেট গতিতে বাড়তে থাকা কোভিড সংক্রমণ নিয়ে উদ্বেগের মুখে দেশবাসী। গতবারের সব রেকর্ড ভেঙে বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও। দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে স্বস্তির বার্তা দিলেন ভাইরোলজিস্ট গগনদীপ কাং। বুধবার ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পসের এক ভার্চুয়াল সভায় ডক্টর কাং বলেন, বর্তমানে ভারতে বেড়ে চলা করোনা সংক্রমণ মে মাসের মাঝামাঝি এবং শেষের দিকে নিয়ন্ত্রণের আসতে পারে।
এদিন তিনি বর্তমানে ভারতে উপলব্ধ দুটি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও কথা বলেন। ডক্টর কাং বলেন, ভ্যাকসিন বিভিন্ন রকম রোগ এবং গুরুতর রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। রোগের বিরুদ্ধে জোরদার লড়াই করতে পারলেও সংক্রমণের বিরুদ্ধেও লড়াই করার ক্ষমতা রাখে। সুতরাং কোভিশিল্ড এবং কোভ্যাকসিন দুটি ভ্যাকসিনই করোনা এবং মৃত্যু রুখতে খুব ভাল কাজ করছে। ভ্যাকসিনের ডোজ সংক্রমণ প্রতিরোধ করতে না পারলেও সংক্রমণ হ্রাস করতে পারে। তৃতীয় দফার টিকাকরণ নিয়ে গগনদীপ বলেন, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি অনেক কম।
বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে জাতীয় লকডাউন কতটা যুক্তিযুক্ত, সে বিষয়ে ডক্টর কাং বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউনই উপায়। দু-তিন সপ্তাহের মধ্যে সংক্রমণ কমাতে চাই, আমাদের লকডাউনের পথেই হাঁটতে হবে। কিন্তু সাধারণ মানুষ কতটা নিরাপদ সে বিষয়ে নিশ্চিত করেই আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।
Comments are closed.