সিরিয়ায় ভূমিকম্পে অনাথ শিশুর দায়িত্ব নিলেন CR7, ক্ষতিগ্রস্তদের বিমান ভর্তি জিনিসপত্র পাঠিয়েছেন পর্তুগিজ তারকা
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ঠিক তেমন সিরিয়ার ভূমিকম্পে সব হারিয়ে ফেলেছে এক শিশু। ওই শিশুর দায়িত্ব নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে এক সিরিয়ান শিশুর পাশে রয়েছেন সি আর সেভেন। রোনাল্ডো সি আর সেভেন জুনিয়রের ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, একটি সিরিয়ান শিশু, যে সব কিছু হারিয়ে বেঁচে রয়েছে। এক সংবাদমাধ্যমকে সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভালোবাসার কথা জানায় এবং কিংবদন্তির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তাঁকে সি আর সেভেনের সঙ্গে দেখা করানোর জন্য সৌদির রিয়াদে নিয়ে আসে। অবশেষে তঁর সঙ্গে দেখা হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। জানা গিয়েছে ওই শিশুর দায়িত্ব নিয়েছেন পর্তুগিজ তারকা।
ওই শিশুর নাম নাবিল সাঈদ। সাঈদের ইচ্ছা ছিল জীবনে একবার সে দেখা করবে সি আর সেভেনের সঙ্গে। রোনাল্ডোর সঙ্গে দেখা করতে পেরে নাবিল জানিয়েছে, ‘আমি যখন রোনাল্ডোকে দেখি, আমার কাছে মনে হচ্ছিল, এটা হয়তো একটা স্বপ্ন। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না।’
জানা গিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নাবিল সাঈদের বাবা প্রাণ হারান।
এর আগেও সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিমান পাঠিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই বিমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তাঁবু, খাবারের প্যাকেজ, বালিশ, কম্বল, বিছানা, শিশুর খাবার, দুধ এবং চিকিৎসার জন্য টাকাও দিয়েছেন রোনাল্ডো।
এর আগে, তুর্কি ফুটবলার মেরিহ ডেমিরাল জানিয়েছিলেন, রোনাল্ডোর স্বাক্ষরিত জার্সিগুলিও নিলাম করা হবে। নিলামের অর্থ ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার মানুষদের দেওয়া হবে।
মানবিক কাজের জন্য পরিচিত পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর আগে এক শিশুর ব্রেন অপারেশনের জন্য টাকা দিয়েছিলেন তিনি। পর্তুগালে একটি ক্যানসার হাসপাতাল চলে তাঁর দান করা টাকা দিয়ে।
Comments are closed.