২০২৪ ইউরো কাপ খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৪ সালের ইউরো কাপের বাছাই পর্বে ২০২৪ ইউরো কাপের বাছাই পর্বে লিচেনস্টাইন এবং লুক্সেমবার্গের বিরুদ্ধে খেলবে পর্তুগাল। এই দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন নতুন কোচ রবার্তো মার্টিনেজ। আর দুটি ম্যাচেই রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
রোনাল্ডোকে দলে রাখা নিয়ে পর্তুগালের বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, সি আর সেভেন একজন দায়িত্বশীল ফুটবলার। আর অভিজ্ঞ ফুটবলারও। বয়সের দিক বিচার করি না আমি। দলের জন্য সেরা ফুটবলারকেই বেছে নেবো। বছর ৩৮ এর রোনাল্ডো নিজের সেরাটা দিয়ে খেলতে পারবেন বলে আশাবাদী কোচ। এছাড়াও দলে রাখা হয়েছে ৪০ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপেকেও।
২০২২ করার বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাব আলা নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জতিক ফুটবলে তিনিই সবথেকে বেশি গোলের মালিক। দেশের হয়ে ১১৮ টি গোল করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। শোনা গিয়েছিল, কোচ রবার্তো স্যান্তসের সঙ্গে বিতর্কে জড়িয়ে গ্রুপ লিগের শেষ ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি সি আর সেভেন। প্রি কোয়ার্টার ফাইনালে ও তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। কোয়ার্টার ফাইনালে মরোক্কোর কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ক্রিশ্চিয়ানো কে। কিন্তু নতুন কোচ রবার্তো মার্টিনেজ ভরসা রাখছেন রোনাল্ডোর ওপর।
Comments are closed.