বিশ্বকাপ থেকে চোখের জলে বিদায় নিয়েও শেষ ম্যাচে গিনেস বিশ্বরেকর্ড করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বিদায়ী ম্যাচে জয় না পেয়েও বিশ্বরেকর্ড করে ফেলেছেন পর্তুগিজ তারকা
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। চোখের জলে বিদায় নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটাই সম্ভাবত শেষ বিশ্বকাপ ছিল সি আর সেভেনের। তিনি ফেসবুক পোস্ট করে জানিয়েছেন, পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার কেরিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন।
সৌভাগ্যবশত আমি পর্তুগাল সহ আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক শিরোপা জিতেছি, কিন্তু আমাদের দেশের নাম বিশ্বের সবথেকে উচুঁ জায়গায় রাখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি এর জন্য লড়াই করেছি। আমি কঠোর সংগ্রাম করেছি। কিন্তু বিদায়ী ম্যাচে জয় না পেয়েও বিশ্বরেকর্ড করে ফেলেছেন পর্তুগিজ তারকা। গিনেস বিশ্বরেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জ্বলজ্বল করছে রোনাল্ডোর ছবি।
১০ ডিসেম্বর কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে পর্তুগালকে বিদায় নিতে হয়েছে। এই ম্যাচে পর্তুগিজ কোচ স্যান্টোস ক্রিশ্চিয়ানোকে প্রথম একাদশে রাখেননি। দ্বিতীয়ার্ধে নামেন সি আর সেভেন। ৫১ মিনিটে মাঠে পা রেখেই রোনাল্ডো করে ফেলেন বিশ্বরেকর্ড। দেশের জার্সিতে সব চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার এখন তিনিই। রোনাল্ডো দেশের হয়ে খেলে ফেলেছেন ১৯৬ নম্বর ম্যাচ। তিনি পর্তুগালের হয়ে করেছেন ১১৮টি গোল। তিনি স্পর্শ করেছেন কুয়েতের বদর আল-মুতাওয়াকে। কিন্তু বদর আল-মুতাওয়ার ঝুলিতে মাত্র ৫৬টি আন্তর্জাতিক গোল। রোনাল্ডোর-বদরের পর রয়েছেন মিশরের আহমেদ হাসান (১৮৪টি ম্যাচ) ও আহমেদ মুবারক (১৮৩টি গোল)।
Comments are closed.