আবার ঘূর্ণাবর্ত, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

বর্ষা বিদায়ের কোনও লক্ষণ নেই বাংলায়। ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
সামনের সপ্তাহ থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক দিনে বর্ষা বিদায়ের সম্ভাবনা নেই বাংলায়।
অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময়।

Comments are closed.