প্রয়াত সুব্রত মুখার্জির স্মৃতিচারণায় বিরোধীরা, শোকপ্ৰকাশ অধীর, বিমান, বিকাশ, সুজন, শমীক ও সুকান্তদের

সুব্রত মুখার্জির প্রয়াণে শোকস্তব্দ রাজনৈতিক মহল। সবরকম রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানিয়েছেন। তৃণমূলের পাশাপাশি সুব্রত মুখার্জির প্রয়াণে বাম-কংগ্রেস নেতারাও শোকগ্রস্ত।

সুব্রত মুখার্জির আগে কলকতার মেয়র ছিলেন বিকাশ ভট্টাচার্য। তাঁর স্মৃতিচারণায় বিকাশ ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্ণময় ব্যক্তিত্বের প্রয়াণ হল। মন্ত্রী হিসেবেও যোগ্য ভূমিকা পালন করেছেন সুব্রত বাবু। মানুষ হিসেবেও সকলের কাছে খুব প্রিয় ছিলেন তিনি। দক্ষিণপন্থী রাজনীতির মহীরূহ পতন হল।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, সুব্রত মুখার্জি বাবা ছিলেন শিক্ষক। কংগ্রেসের এই মানুষটি তৃণমূল কংগ্রেসে গেলেও সবার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতেন।

অধীর চৌধুরী জানিয়েছেন, ইন্দিরা গান্ধীর প্রিয় পাত্র ছিলেন সুব্রত মুখার্জি। প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় রাজনীতির একটা দীর্ঘ অধ্যায় শেষ হল। প্রিয়রঞ্জন দাসমুন্সি, সোমেন মিত্র আর সুব্রত মুখার্জি ছিল এক জুটি। তিনি নিজেও হাসতেন অন্যকেও হাসাতেন।

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, শোক প্রকাশের কোনও ভাষা নেই। সুব্রতর সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৫০ বছরের। আমাদের পথ আলাদা হলেও মনের মিল ছিল। ভুলতে পারছি না প্রিয়রঞ্জন দাসমুন্সির নেতৃত্বে সেইদিনগুলির কথা। তিনি বলেছিলেন, একদিন আমরা এই কয়েকজন মিলে বিধানসভায় যাব।

শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যও শ্রমিক আন্দোলনে মনোরঞ্জন রায় ও সুব্রত মুখার্জির বিরাট ভূমিকা ছিল। কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন অশোক ভট্টাচার্যের স্ত্রী। তাই তিনি বলেন, আমি নিজেও পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই পরিবারের অবস্থা বুঝতে পারছি।

বৃহস্পতিবার রাত্রি ৯টা ২২ মিনিটে ম্যাসিভ হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। তাঁর মৃত্যুর সংবাদ ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রীই।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীরা। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শোকপ্রকাশ করে জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। রাজনীতিতে বাংলার অন্যতম পরিচিত মুখ। ঈশ্বরের কাছে ওনার আত্মার শান্তি কামনা করি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে গেছি, সাহায্য করেছি। রসিক মানুষ ছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল তাঁর। মন ভালো নেই।

Comments are closed.