স্বল্প বিনিয়োগের পরিবর্তে বড় অঙ্কের টাকা উপার্জন করতে চান? পোস্ট অফিস আপনার জন্য একটি বিশেষ স্কিমের সুযোগ দিচ্ছে। পোস্ট অফিস ব্যাঙ্কের মতোই গ্রাহকদের জন্য অনেক ধরণের স্কিম নিয়ে এসেছে, যেখানে অল্প সময়ের মধ্যে অনেকটা বেশি রির্টান পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ স্বল্প বিনিয়োগ এবং কম দিনে বেশি মুনাফা পাওয়ার জন্য এই স্কিমটি দুরন্ত।
স্কিমটি হল গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা। প্রতিদিন যদি এই বিশেষ স্কিমের অধীনে ৯৫ টাকা বিনিয়োগ করে পারেন। তবে আপনি ১৪ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। গ্রাম সুমঙ্গল স্কিম হল পল্লী ডাক জীবন বীমা প্রকল্পটির আওতায়, যা শুরু হয়েছিল ১৯৯৫ সালে ৷ এর অধীনে আরও পাঁচটি বীমা পরিকল্পনা দেওয়া রয়েছে।
সুবিধা:
- গ্রাম সুমঙ্গল স্কিমটি করা যাবে ১৫ এবং ২০ বছরের জন্য।
- আপনার পলিসি ম্যাচিওর হওয়ার আগেই তিনবার টাকা ফেরত পাবেন। এর পাশাপাশি পলিসি ম্যাচিওরের পরপুরো টাকা পাবে গ্রাহক।
- যদি কোনও ব্যক্তির যদি মৃত্যু হয়। সেক্ষেত্রে বার্তি সুবিধা রয়েছে। পলিসির টাকার পাশাপাশি বোনাসও পাওয়া যাবে।
যোগ্যতা:
- যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
- প্রকল্পের আওতায় থাকতে হলে সর্বনিম্ন বয়সসীমা ১৯ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর।
- ১৫ বছর বা ২০ বছরের জন্য এই পলিসি করা যেতে পারে।
- ২০ বছর পলিসি নেওয়ার সর্বাধিক বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। এতে, সর্বাধিক বীমার পরিমাণ ২০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়।
বোনাসের সুবিধা:
এই প্রকল্পে প্রতি বছর ৪৮ হাজার টাকার বোনাস পাওয়া যায়। এক বছরে সাম অ্যাসিওর্ডের ১ লক্ষ টাকার বোনাস ৩৩৬০০ টাকা। ২০ বছর ধরে,যা দাঁড়াবে ৬.৭২ লাখ টাকা। ২০ বছরে, আপনি বাকি ২.৮ লক্ষ টাকাও পাবেন। সমস্ত অর্থ যোগ করে আপনি ২০ বছরে মোট ১৯.৭২ লক্ষ টাকা পাবেন।
Comments are closed.