পরাজিত হয়েও কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলেছেন নেইমার, পরবর্তী বিশ্বকাপে খেলবেন? মুখ খুললেন ব্রাজিলের তারকা

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে পরাজিত হয়েছে ব্রাজিল। চোখে জল নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার জুনিওর। দেশের জার্সি গায়ে এর পরের বিশ্বকাপে দেখা যাবে নেইমার জুনিয়রকে। সেই প্রশ্ন তৈরি হয়েছে। এর উত্তর দিয়েছেন তিনি। নেইমার জানিয়েছেন, জাতীয় দলের জন্য দরজা বন্ধ হচ্ছে না। কিন্তু, ১০০ শতাংশ নিশ্চয়তাও দিতে পারছি না। ভক্তদের কাছে আরও একটু সময় চেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এত খারাপ লাগছে ভাষায় প্রকাশ করতে পারছি না। সতীর্থদের নিয়ে গর্ব করেছেন তিনি। বলেছেন, পেনাল্টির সময় সবাই যেভাবে এগিয়ে এসেছেন, সাধুবাদ জানাচ্ছি। উল্লেখ্য, হেরে গেলেও কিংবদন্তি ফুটবলার পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন নেইমার। দেশের জার্সিতে খেলতে নেমে ৭৭ তম গোল করেছেন তিনি। আর এরপরেই কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলেছেন তিনি।

কাতার ছিল নেইমারের কাছে তৃতীয় বিশ্বকাপ। ২০১০ সালে আন্তর্জাতিক বিশ্বকাপে অভিষেক হয় নেইমারের। ২০১৪ সালের বিশ্বকাপে তিনি চোটের কারণে ছিটকে যান। এরপর ২০১৮ সালেও তিনি চোট পান। ২০২২ সালে কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে বেরিয়ে যান নেইমার। গ্রুপস্তরের ম্যাচ খেলতে পারেননি তিনি। প্রি কোয়ার্টারফাইনালে মাঠে নেমে একটি গোলও করেন। এরপর কোয়ার্টারফাইনালে একটি গোল পেলেন কিন্তু সেটা কার্যকরি হল না। বিশ্বকাপ জয়ের আশা ভেঙে গিয়েছে ব্রাজিলের কাছে। ২০০২ সালের পর থেকে পেলের দেশ আর বিশ্বকাপ জেতেনি।

Comments are closed.