কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য আশীষ কুমার চ্যাটার্জির মেয়াদ বৃদ্ধির আবেদন করে রাজ ভবনে শিক্ষা দফতরের তরফে ফাইল পাঠানো হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শুক্রবার রাত পর্যন্ত রাজ ভবন থেকে সেই ফাইল সই হয়ে আসেনি। যার ফলে শুক্রবার গোটা দিন উপচার্যহীন থেকেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটির ইতিহাসে এমন ঘটনা সম্প্রতি অতীতে ঘটেনি। এমনটাই মত কর্তৃপক্ষের একাংশের।
মাঝে শনি, রবি এবং সোমবার ছুটি। উচ্চ শিক্ষা দফতরের আশা, মঙ্গলবারের মধ্যেই রাজভবন থেকে অনুমতির ফাইল চলে আসবে। রাজ্যপাল লা গনেশনের সময়ই আশীষ কুমার চাটার্জিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপচার্য হিসেবে নিয়োগ করে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। সম্প্রতি তাঁর মেয়াদ শেষ হওয়ায়, মেয়াদ বৃদ্ধির অনুমতি চেয়ে রাজভবনে আবেদন করে রাজ্য। সেই ফাইল রাজ ভবনে আটকে থাকার কারণেই যত বিপত্তি।
উল্লেখ্য, অস্থায়ী উপচার্য নিয়োগের সময় রাজভবনের তরফে নির্দেশিকায় বলা হয়েছিল, আগামী তিন মাসের মধ্যে সার্চ কমিটি গঠন করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। বর্তমানের অস্থায়ী উপচার্যকেই স্থায়ী উপচার্য হিসেবে নিয়োগ করা হবে কিনা, এখন সেটাই দেখার।
Comments are closed.